অনলাইন
রাজধানীদে ছাদ থেকে পড়ে ঢামেক নার্সের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ১০:৫৯ পূর্বাহ্ন

রাজধানীর সবুজবাগের নিজ বাসার ৪ তলা ছাদ থেকে নিচে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আতাউল করিমের (অপু) (৫০) মৃত্যু হয়েছে। শনিবার (০৬ আগস্ট) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী কামাল পাটোয়ারী জানান, সবুজবাগের নিজ বাসার ৪তলায় ছাদে ফজরের নামাজ পড়ে পায়চারি করছিলেন তিনি। ওই সময় ছাদ পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি পাবনা জেলায়। বর্তমানে সবুজবাগ এলাকায় থাকতেন। একমাত্র কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।