ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গোবিন্দগঞ্জে ঘুষ বাণিজ্য

এক পদে দুইজনকে নিয়োগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
৬ আগস্ট ২০২২, শনিবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে অর্থের বিনিময়ে দুইজনকে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে। এছাড়াও চাকরি দেয়ার কথা বলে আরও একজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।  জানা গেছে, কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগের জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষার মাধ্যমে ওই বছরের ২৩শে সেপ্টেম্বর মো. আহসান উল্লাহ নামে এক যুবককে নিয়োগপত্র প্রদান করা হয়। এরপর ১লা অক্টোবরে তিনি বিদ্যালয়ে যোগদান করেন।  অভিযোগ উঠেছে, তৎকালীন প্রধান শিক্ষক সদরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন ঠাণ্ডুর সঙ্গে ১৫ লাখ টাকার বিনিময়ে আহসান উল্লাকে নিয়োগ দেয়া হয়। সেই মোতাবেক ৬ লাখ টাকা নগদ প্রদান করা হয়। শর্ত থাকে এমপিও হওয়ার পর বাকি টাকা তারা বুঝে নিবেন। এমপিওভুক্ত হওয়ার পর আহসান উল্লাকে বিদ্যালয়ে আসতে বলেন তারা। কিন্তু এমপিও হওয়ার আগেই গোপনে গত ২০১৮ সালের ১০ই ডিসেম্বর একই পদে সাইফুল ইসলাম নামে আরেক যুবককে ১৭ লাখ টাকার বিনিময়ে যোগদান করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল ইসলাম ও সভাপতি আনোয়ার হোসেন ঠাণ্ডু।

বিজ্ঞাপন
দুজনের কেউ এমপিওভুক্ত না হওয়ায় সম্প্রতি একই পদে দুইজনকে নিয়োগ দানের বিষয়টি জানাজানি হয়। এরপর বেরিয়ে আসে ময়নুল নামেও এক যুবকের কাছ থেকে ১৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় প্রধান শিক্ষক ও সভাপতি।    এ ব্যাপারে মো. আহসান উল্লাহ অভিযোগ করে বলেন, নিয়োগ প্রদানের সময় প্রধান শিক্ষক সদরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন ঠাণ্ডু নগদ ৬ লাখ টাকা নেন। কিন্তু এমপিওভুক্ত হওয়ার আগে অজ্ঞাত কারণে বিদ্যালয়ে যেতে নিষেধ করেন প্রধান শিক্ষক। তবে বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি। অপরদিকে, একই পদে নিয়োগকারী সাইফুল ইসলাম বলেন, নিয়োগের সময় প্রধান শিক্ষক ও সভাপতি ১৭ লাখ টাকা নিয়েছেন। আর এই পদে অন্য কাউকে নিয়োগ দিয়েছেন কিনা তা আমার জানা নেই। তবে আমি নিয়মিত স্কুলে যাই এবং হাজিরা খাতা সই করি।  একই পদে দুইজন ও অর্থের বিনিময়ে নিয়োগের বিষয়টি অস্বীকার করেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সদরুল ইসলাম। তিনি বলেন, শুধু সাইফুল ইসলামকে নিয়োগ দিয়েছি। অন্য বিষয় নিয়ে সভাপতির সঙ্গে কথা বলেন। জানতে চাইলে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন ঠাণ্ডু বলেন, প্রথমে আহসান উল্লাহকে নিয়োগ প্রদান করা হয়। তবে তিনি নিজ দ্বায়িত্বে এমপিওভুক্তি করার কথা কিন্তু পরবর্তীতে যোগাযোগ না করায় সাইফুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। টাকা দেয়ার বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি। তবে ময়নুল ইসলাম নামে যুবকের কাছ থেকে টাকা নেয়া বিষয়টি স্বীকার করে জানান তার সমুদয় টাকা ফেরত দেয়া হয়েছে।  এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ বলেন, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status