বিশ্বজমিন
হোয়াইট হাউসের কাছে বজ্রপাতে গুরুতর আহত ৪
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ৫ আগস্ট ২০২২, শুক্রবার, ৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন

হোয়াইট হাউসের কাছে এক বজ্রপাতে চার জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। বজ্রপাতের সময় তারা ওয়াশিংটন ডিসি’র লাফায়েটে পার্কে একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। প্রচ- ঝড়ের কারণে তাদের সেখান থেকে নড়ার সুযোগ ছিল না। বজ্রপাতের পর প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকা গার্ডরা তাদের উদ্ধার করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। এ খবর দিয়েছে বিবিসি।
আহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার বিকেলে হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীর সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন তারা। বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতরা নিজেদের চিনতেন কিনা তা এখনও জানা যায়নি। ঘটনার সময় নিরাপত্তাজনিত কারণে পার্কের একাংশ বন্ধ রাখা হয়েছিল। সেখানে শুধু নিরাপত্তা বাহিনীর সদস্যরাই ছিলেন। তারাই প্রথম এগিয়ে আসেন আহতদের উদ্ধারে।