বিশ্বজমিন
কিশিদাকে হত্যাচেষ্টায় যুবকের ১০ বছরের জেল
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন

২০২৩ সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে হত্যাচেষ্টার অভিযোগে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ওকায়ামা শহরে নির্বাচনী প্রচারণার মঞ্চের কাছে যাওয়ার সময় রিউজি কিমুরা (২৫) নামের ওই যুবক তাকে লক্ষ্য করে পাইপ বোমা নিক্ষেপ করে। যদিও ওই ঘটনায় তেমন ক্ষতি হয়নি কিশিদার। তবে ওই বিস্ফোরণে এক পুলিশ সদস্য ও উপস্থিত জনতার মধ্যে এক ব্যক্তির সামান্য ক্ষতি হয়। এদিকে ওই ঘটনায় জাপানের জনগণের মধ্যে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়। কারণ মাত্র ১ বছরেরও কম সময় আগে সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে’কে নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে গুলি করে হত্যা করে এক যুবক। তবে কিশিদাকে বোমা নিক্ষেপ করা যুবক জিজ্ঞাসাবাদের সময় জানায়- কিশিদা’কে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিলো না তার। দেশটির নির্বাচনে অংশগ্রহণে বেধে দেয়া বয়সীসামার বিষয়ে আপত্তি জানাতে ওই কাণ্ড ঘটায় সে। বয়স বেধে দেয়ার কারণে সে রাজনীতিতে যোগদান করতে বাধাপ্রাপ্ত হয়।
উল্লেখ্য, জাপানে হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন ২৫ বছর এবং হাউস অব কাউন্সিলর হওয়ার জন্য ৩০ বছর হতে হয়। কিমুরা আরো বলে, মূলত ২০২২ সালে তার করা দেওয়ানি মামলায় দৃষ্টি আকর্ষণ করার জন্য সে ওই বোমাকাণ্ড ঘটায়। ওই সময় সে বয়স সীমাবদ্ধতার বিষয়টি অসাংবিধানিক বলে মন্তব্য করে। এদিকে কিমুরার আইনজীবী বলেছেন, যেহেতু তার আঘাত করার কোনো উদ্দেশ্য ছিলো না তাই তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা উচিত না। তিনি আরো বলেন, তার অপরাধের জন্য তিন বছরের জেলই যথেষ্ট। তবে আদালতের তরফ থেকে বলা হয়, ওই বিস্ফোরক মারাত্মক ক্ষতির জন্য যথেষ্ট শক্তিশালী ছিলো। হত্যা মামলার সঙ্গে তার বিরুদ্ধে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়। প্রসিকিউটররা তার বিরুদ্ধে ১৫ বছরের সাজার আবেদন করেন। তবে তার সাজা পাঁচ বছর কমিয়ে দশ বছর করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।