অনলাইন
নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিস, শারীরিক অবস্থা জটিল!
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। একাধিক শারীরিক জটিলতার পাশাপাশি ফুসফুসের সংক্রমণের জেরে তাঁকে ভর্তি করা হয়েছে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে। জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। ভ্যাটিকান জানিয়েছে, পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। ৮৮ বছর বয়সি পোপের শারীরিক সমস্যা যথেষ্ট উদ্বেগজনক। একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে তার। বর্তমানে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।
ভ্যাটিকান আরও জানিয়েছে, স্থিতিশীল হলেও পোপের ‘নির্ধারিত চিকিৎসা চলছে’, তার শরীরে জ্বর নেই। গতকাল হাসপাতালে তিনি কিছু কাজ এবং পড়াশোনা করেছেন। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি গতকাল সাংবাদিকদের বলেন, পোপ মানসিকভাবে সুস্থ আছেন। পোপ ফ্রান্সিস ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তার ফুসফুসের একটি অংশ বাদ দিতে হয়। যার জেরে সমস্যা ছিলই।
সম্প্রতি সেটাই গুরুতর আকার নিয়েছে। অসংখ্য মানুষ ভালোবাসা ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন, যা পোপকে আপ্লুত করেছে। পোপের অবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ভ্যাটিকানের তরফে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত করা সব পরীক্ষা একটি জটিল শারীরিক অবস্থার ইঙ্গিত দিচ্ছে। আর এ জন্য পোপকে পর্যাপ্ত সময় হাসপাতালে ভর্তি থাকতে হবে।’ ভ্যাটিকানের বাইরের উপাসকরা পোপের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন। ছকভাঙা পথে হেঁটে নিজের উদারপন্থি মানসিকতার জন্য প্রবল জনপ্রিয় ভ্যাটিকানের বর্তমান পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের ঘেরাটোপেই বসে থাকেননি তিনি। বাইরে বেরিয়ে পথেঘাটে ঘুরে সাধারণ জনতার সঙ্গে কথাবার্তা বলে তিনি বুঝিয়েছিলেন, মানুষের কাছাকাছি পৌঁছতে না পারলে আন্তরিক শ্রদ্ধা অর্জন করা যায় না।
সূত্র : সিএনএন