বিশ্বজমিন
মস্কো ও ওয়াশিংটনে দূতাবাস সচল করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৪ অপরাহ্ন

যত দ্রুত সম্ভব মস্কো ও ওয়াশিংটনে দূতাবাস সচল করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সৌদি আরবের রাজধানী রিয়াদে সাড়ে চার ঘণ্টা বৈঠকের পর এ সিদ্ধান্তে এসেছে দেশ দুটি। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই বৈঠক একটি দীর্ঘ ও কঠিন। কিন্তু গুরুত্বপূর্ণ যাত্রার প্রথম ধাপ। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরও বলা হয়, এবার প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসল ওয়াশিংটন ও মস্কো। তবে এই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি।
আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলোও। আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান একই দিকে এগোচ্ছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল আলোচনায় অংশ নেওয়া রুশ প্রতিনিধি ইউরি উশাকভের কাছে। তিনি বলেন, তারা কাছাকাছি আসছে কি না, তা বলা কঠিন। তবে আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। ক্রেমলিনের এই সহযোগী আরও বলেন, ‘আমরা যেসব বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, তার সব কটি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনায় হয়েছে।’ ইউক্রেন নিয়ে কথা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা আলোচনা করেছি এবং আমাদের নীতিগত পদক্ষেপের রূপরেখা তুলে ধরেছি। আর একমত হয়েছি যে সময়মতো মধ্যস্থকারীদের দুটি দল এ বিষয়ে যোগাযোগ করবে।’