দেশ বিদেশ
টোকিওতে বিনিয়োগ আকর্ষণে সেমিনার
কূটনৈতিক রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১২:০৫ পূর্বাহ্ন
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন টোকিও সফররত অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার সকালে টোকিও'র একটি হোটেলে ইনভেস্টমেন্ট প্রমোশন সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই আহবান জানান। বাণিজ্য উপদেষ্টা এসময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন। সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এ দেশে বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে করেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাসিকো ইমোতো, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুআয়া নাকাজু সেমিনারে বক্তব্য রাখেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
সেমিনারে জাপানের শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।