বিশ্বজমিন
ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ২৬৬ বার
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৬:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২১ পূর্বাহ্ন

ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রসমূহ আল জাজিরাকে জানিয়েছেন, ইসরাইল গাজায় ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ১৯শে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ২৬৬ বার চুক্তি লঙ্ঘন করে। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩২ জন ফিলিস্তিনি। এর মধ্যে ২৬ জন নির্যাতনের ফলে আত্মহত্যা করেছেন। এছাড়া ইসরাইলের ছোড়া গুলি ও অভিযানে আহত হয়েছেন কমপক্ষে ৯০০ মানুষ। সবচেয়ে বেশি বার চুক্তি লঙ্ঘন করা হয়েছে গাজার কেন্দ্রীয় অঞ্চলে। সেখানে ওই সংখ্যা ১১০ বার। এর মধ্যে ৫৪ বার রাফায়, ৪৯ বার গাজা শহরে , ১৯ বার খান ইউনিসে ও ১৩ বার উত্তরাঞ্চলীয় গাজা উপত্যকায় চুক্তি লঙ্ঘন করা হয়েছে। যদিও যুদ্ধবিরতির গোটা সময়েই ইসরাইলি নেতারা যুদ্ধে ফেরার জন্য চাপ দিয়েছেন। তারা সামরিক শক্তি ব্যবহার করে গাজাকে দখল করে নেয়ার দাবি করেছেন।