বিশ্বজমিন
‘গাজাকে পুরোপুরি নিরস্ত্রীকরণ চায় ইসরাইল’
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২১ পূর্বাহ্ন

গাজাকে পুরোপুরি নিরস্ত্রীকরণ চায় ইসরাইল। একই সঙ্গে সেখানে হামাস বা কোনো ‘সন্ত্রাসী গ্রুপের’ উপস্থিতি মেনে নেবে না ইসরাইল। এ মন্তব্য করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি মঙ্গলবার দিনের শুরুর দিকে সংবাদ সম্মেলনে বলেন, এ সপ্তাহে গাজা যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু করবে তার দেশ। তার ভাষায়- আগের দিন আমাদের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের বৈঠক হয়েছে। সেখানে দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে উন্মুক্ত আলোচনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। উল্লেখ্য, এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল ৩রা ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্যায়ের সমঝোতা চুক্তি হলে হামাসের হাতে ইসরাইলের বাকি যেসব জিম্মি আছে তারা মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি গাজা থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা আছে। এই আলোচনা শুরু হওয়ার কথা দোহায়। তবে কাতার জানিয়েছে এখনও আনুষ্ঠানিকভাবে এই সংলাপ শুরু হয়নি।
পাঠকের মতামত
বিশ্বাসী ও সৎ কর্মশীলরা যতক্ষন পর্যন্ত এক হবে না, ততদিন দিন পর্যন্ত নিপীড়িত, নির্যাতিত, নিস্পেসিত, জুলুম শিকার হতে থাকবে। বাচাঁর পথ একটাই নিজেদের মধ্যে সন্দেহ অবিশ্বাস দূর করে কাধে কাধ মিলিয়ে (সেটা হোক গোপনে বা প্রকাশ্যে) চলা শুরু করবে শত্রুরা ভয়েও কাছে আসবেনা। হযরত ইব্রাহিম (আঃ) এর সাথে নমরুদ পরিকল্পনা, হযরত মুসা (আঃ) এর সাথে ফেরাউন পরিকল্পনা, হযরত মুহাম্মদ (সঃ) এর সাথে আবু লাহাব, আবু জাহেলদের পরিকল্পনা টিকেনি আল্লাহর পরিকল্পনার কাছে।