খেলা
প্রস্তুতি ম্যাচে বড় হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৯ অপরাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফিতে একটি প্রস্তুতি ম্যাচই খেলার সুযোগ পায় বাংলাদেশ। পাকিস্তান শাহীনসের বিপক্ষে সেই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আজ বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান শাহীনস দল। টস জিতে আগে ব্যাটিং করে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ। জবাবে ৩৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান শাহীনস।
ব্যাটিংটা আজ মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলে ছয় রান করা ওপেনার তানজিদ হাসান বিদায় নেন তৃতীয় বলেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও করেন মাত্র ১২ রান। ভালো শুরু পেলেও সৌম্য সরকার থামেন ৩৫ রানে। কেউই ফিফটি স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ৪৪ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে।
এরপর বোলিংয়েও কেউ পারেননি দারুণ কিছু করতে। পাকিস্তানিরা ম্যাচ শেষ করে দেয় ১৫ ওভারের বেশি বাকি রেখে। ৭ চার ও ৩ ছক্কায় ৭২ বলে ৭৫ রান করেন অধিনায়ক মোহাম্মদ হারিস। আর ৬ চার ও ৩ ছক্কায় ৫৪ বলে ৬৩ করে অপরাজিত থাকেন মুবাসির। বাংলাদেশের হয়ে নাহিদ রানা, মিরাজ ও তানজীম হাসান সাকিব নেন ১টি করে উইকেট। নাহিদ রানাকে দুই ওভারের বেশি বোলিং করাননি অধিনায়ক শান্ত। তাসকিন-মুস্তাফিজরা বোলিং করেন ৫ ওভার করে।
পাঠকের মতামত
প্রতিটি ব্যাটসম্যানকে শাস্তির আওতায় আনা হউক।