বিশ্বজমিন
‘পারমাণবিক কর্মসূচিতে দুর্বলতা দেখাবে না ইরান’
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

প্রকাশ্যে ইরানে হামলা চালানোর হুমকি দেয়ার কারণে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে মুখোমুখি হওয়া উচিত। নেতানিয়াহুর এমন হুঁশিয়ারির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচিকে সুরক্ষিত রাখতে কোনো রকম দুর্বলতা দেখাবে না। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, ট্রিটি অন দ্য নন প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন্স বিষয়ক চুক্তির অধীনে ইরান তার অধিকার চর্চা করে। এক্ষেত্রে তিন দশক ধরে নিরাপদ সুরক্ষা নিশ্চিত করে। ইরান শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। কাতারের আমিরের ইরান সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো বিষয় নেই। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সমঝোতা নিয়ে যে মন্তব্য করেছেন তা গুরুত্ব দিয়ে নেয়ার কিছু নেই। কারণ, এর মধ্যেই রয়েছে তাদের বৈপরীত্য। তবে ইরান তৃতীয় দফার আলোচনার জন্য ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে আলোচনা করছে।
পাঠকের মতামত
Mukhe na bole taratari Boma banano uchit.