বিশ্বজমিন
মঙ্গলবার থেকেই সৌদি আরবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার একাধিক মিডিয়া। তারা জানিয়েছে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য ওই আলোচনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। তবে প্রাথমিক পর্যায়ের এই আলোচনায় এখনও আমন্ত্রণ পায়নি ইউক্রেন। এতে ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। এছাড়া খুব শিঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রিয়াদে অনুষ্ঠিতব্য এই আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ জানিয়েছেন জেলেনস্কি। তার পাশাপাশি এতে উদ্বেগ জানিয়েছেন একাধিক ইউরোপীয়ান নেতা। যদিও মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা, প্রকৃত আলোচনা বৈঠকের পরে অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে যে আলোচনা অনুষ্ঠিত হবে সেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইউক্রেনে রাশিয়ার হামলার তিন বছর পর প্রথম বারের মতো আনুষ্ঠানিকভাবে এমন কোনো আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এর আগে চলতি সপ্তাহে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে খবর থাকলেও তারিখ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিবিসি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের বরাতে জানিয়েছে যে- মঙ্গলবারেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া।
এ আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। যেহেতু কৌশলগত অংশীদারের সঙ্গে পরামর্শ না করেই আলোচনা হচ্ছে তাই কিয়েভ রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা করবে না। শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান।
এ বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণ করেন ডনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে জেলেনস্কি এবং পুতিন- উভয়ের সঙ্গেই ফোনালাপ করেছেন ট্রাম্প। এককভাবে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে ট্রাম্পের এমন যোগাযোগ ভালোভাবে দেখছে না ইউরোপীয়ান ইউনিয়নের নেতারা। তাদের ধারণা তাদের বাদ দিয়েই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নেবেন ট্রাম্প।