ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সাবেক এমপি ছানোয়ারসহ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন (৫৪)সহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র ভাটারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত অন্য দু’জন হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)। গতকাল এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, শনিবার রাত সাড়ে ১১টা  থেকে রোববার রাত সাড়ে তিনটা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ভাটারা থানা সূত্রে জানা যায়, গত ৫ই আগস্ট সকাল আনুমানিক ১০টায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯শে ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী উক্ত মামলায় এজাহারনামীয় ও এমপি মো. ছানোয়ার হোসেন ও মো. আবু মুসা আনসারী উক্ত মামলার তদন্তপ্রাপ্ত আসামি। ডিসি বলেন, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status