রাজনীতি
অপরাধীদের গ্রেপ্তার দাবিতে গুলশানে যুবদলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৬:১২ অপরাহ্ন

পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর গুলশানে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। শনিবার দুপুরে গুলশান-২ গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় যুবদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেন, খুনী হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা আন্দোলনের নিহত আন্দোলনকারীদের রক্তের সাথে বেঈমানির শামিল। অন্তর্বর্তী সরকার ৬ মাস সময় অতিবাহিত করেছে। কিন্তু এখন পর্যন্ত হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি এদেশের মানুষ দেখতে পাচ্ছে না। দ্রুত হাসিনার বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করুন, প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিন। ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটুর সঞ্চালনায় আরো এতে উপস্থিত ছিলেন জুলহাস আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম পিন্টুসহ সহস্রাধিক নেতাকর্মী।