ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

সরকারের রাজনৈতিক স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৯ পূর্বাহ্ন

দেশের অর্থনৈতিক সংস্কারে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিয়ে আসছে বিশ্বব্যাংক। সংস্থাটি মনে করে, রাজনৈতিক রূপান্তরের এই সময়ে শাসনব্যবস্থা ও স্বচ্ছতার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা একটি ন্যায়সংগত ও টেকসই বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।

চার দিনের ঢাকা সফর শেষ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বৃহস্পতিবার বাংলাদেশ সফর শেষে এক বিবৃতিতে এসব কথা জানান বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। তিনি দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি বিশ্বব্যাংকের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে রাইজার অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং উন্নত জনসেবার ভিত্তি তৈরিতে অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি রাজনৈতিক রূপান্তরের সময়ে শাসনব্যবস্থা ও স্বচ্ছতার উন্নতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মার্টিন রাইজার বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির জন্য বিশ্বব্যাংক সরকারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা করছে। এর মধ্যে রয়েছে ব্যাংক বিধিমালা ও সম্পদ পুনরুদ্ধার, করনীতি ও রাজস্ব সংগ্রহ, ক্রয় ও নিরীক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ এবং জাতীয় পরিসংখ্যানের মান ও স্বাধীনতা উন্নত করা। এসব সংস্কার মধ্য মেয়াদে সমান সুযোগ তৈরি করতে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের বন্যা থেকে পুনরুদ্ধার, জ্বালানি খাতের চাপ হ্রাস, আধুনিক ও কার্যকর সামাজিক সহায়তার ব্যবস্থা গঠন এবং ঢাকার ক্রমবর্ধমান বায়ুদূষণ মোকাবিলায় নতুন ঋণ পরিকল্পনা করা হচ্ছে। সফরকালে রাইজার অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও উন্নয়ন অগ্রাধিকার বিষয়ে আলোচনা করেন।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status