ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে হাসিনা ফ্যাসিস্ট: ফখরুল

স্টাফ রিপোর্টার

(৪ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে হাসিনা ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

এরআগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত বৃটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান বৈঠক করেন। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা স্বস্তি প্রকাশ করছি যে, সত্য যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো উদঘাটিত হয়েছে। জাতিসংঘ যখন বলে আমরা তখন বিশ্বাস করি। যখন রাজনীতিকরা বলি তখন অনেকে বিশ্বাস করতে চায় না। আমি ধন্যবাদ জানাই জাতিসংঘের তথ্যানুসন্ধান দলকে, যারা এসেছেন তাদেরকে। তারা সঠিকভাবেই করেছেন। একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার (শেখ হাসিনা) নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে। যে গণহত্যা হয়েছে, তার নির্দেশেই হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন সব তারই নির্দেশে হয়েছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া, আজকে সেটাই ফুটে উঠেছে যে, তারই নির্দেশে হয়েছে। প্রমাণিত হয়েছে, হাসিনা ফ্যাসিস্ট। তিনি এ দেশে গণমানুষকে নির্যাতিত ও অত্যাচারিত এবং গণহত্যা করেছেন। আমরা আজকে এখান থেকে দাবি করি যে, তাকে অবিলম্বে ভারত সরকার বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সবাইকে। এটাই আমাদের প্রত্যাশা।’

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো এ কথা বারবার বলেছি। জনগণের সিদ্ধান্ত। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা গণতন্ত্রে আস্থা রাখি এবং চর্চা করি। আমরা মনে করি, কোন দল নিষিদ্ধ হবে, কোন দল কাজ করবে, কোন দল কাজ করবে না এবং কোন দল নির্বাচন করবে কি করবে না-এটা জনগণ সিদ্ধান্ত নেবে।’

আয়না ঘরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে। মানুষকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। আজকে প্রমাণিত হয়ে গেলো, আমরা যে কথাগুলো বলেছি-সেগুলো সত্য। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে।’

পাঠকের মতামত

ফ্যাসিষ্টের পক্ষে অতীতে যারা সাফাই গেয়েছ এবং সামনে যারা সাফাই গাইবে তারা সবাই ফ্যাসিষ্ট। সুতরাং সাধু সাবধান!!

মাসুদুর রহমান
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:৫৯ অপরাহ্ন

এত দিন কি আপনার সন্দেহ ছিলো? আর এখন জাতিসংঘ বলার পরে বিশ্বাস করতে হলো। এজন্যই কি আপনারা ফ্যাসিস্ট কে অবৈধ বলতে চান না নাকি তলে তলে যোগাযোগ ভালোই চলছে! আওয়ামীরা সুযোগ পাইলে আপনাদের কি অবস্থা করবে ভেবে দেখবেন আসা করি।

Khorshed
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩২ অপরাহ্ন

বর্বর শে'ক্স হাসিনা জাতিসংঘ থেকে সাটিফিকেট অর্জন করেছে, শুভেচ্ছা ও অভিনন্দন শে'ক্স হাসিনা

শাহ জালাল
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:২১ অপরাহ্ন

এত দিন কী আপনি বিশ্বাস করেন নি স্যার?

মো সবুর আলী
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:১৩ অপরাহ্ন

এতদিন কি আপনার সন্দেহ ছিল ???

mojib rahman
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৩২ অপরাহ্ন

হাসিনা ফেসিস্ট এই প্রমাণ জাতিসংঘের বক্তব্য লাগবে কেন বাংলাদেশের মানুষ হাসিনাকে ফ্যাসিস বলে ঘোষণা দেওয়া তার বিচার বাংলার জমিনে হবে ইনশাল্লাহ

আবদুল জলিল
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:১৪ অপরাহ্ন

সত্যিই তাই।

Md Pondit Miha
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:১১ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status