খেলা
ওয়েস্ট ইন্ডিজে ভালো করার প্রত্যয় জানালেন মিঠুন
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১:৫৪ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ স্বাগতিকদের বিপক্ষে চারদিনের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। তার আগে ক্যারিবিয়ানে ভালো পারফর্ম করার প্রত্যয় জানালেন ‘এ’ দল অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সঙ্গে দুটি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে মিঠুন-সৌম্যরা। সিরিজ খেলতে গত ২৯শে জুলাই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওয়ানা দেয় বাংলাদেশ। প্রায় ২০ ঘণ্টার বিমান যাত্রার পর ক্যারিবিয়ানে পৌঁছে বিশ্রাম ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন ‘এ’ দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে তিন সেশনের প্রস্তুতিতে সন্তুষ্ট অধিনায়ক মিঠুন।
মিঠুন বলেন, ‘এখানে (ওয়েস্ট ইন্ডিজে) অনুশীলনের সুযোগ-সুবিধা ভালো। দল হিসেবে আমরা খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছি। এখানে আসার আগেও বাংলাদেশে আমাদের একটা ভালো ক্যাম্প হয়েছে। আমরা চেষ্টা করেছি কন্ডিশনের সঙ্গে যত দ্রুত মানিয়ে নেয়া যায়।’ মিঠুন বলেন, ‘সবাই খুব ভালো অনুশীলন করছে। সবাই গুরুত্বের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। আমি আশাবাদী, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’
ওয়েস্ট পৌঁছাতে বিমানের লম্বা সফরের ক্লান্তিকে অজুহাত মানতে নারাজ মিঠুন। তিনি বলেন, ‘এটা আসলেই অনেক লম্বা জার্নি। তারপরও এটাকে আমরা কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। হ্যাঁ, ক্লান্তি কিছুটা ছিল। কিন্তু আমরা সবাই ভালো অনুভব করছি। সবার সঙ্গেই কথা হয়েছে, সবার নজর ম্যাচে। আমরা অন্য কোনো কিছু নিয়ে ভাবছি না।’
আজ রাত ৮টায় চারদিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। আগামী ১০ই আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। এরপর ১৬, ১৮ ও ২০ই আগস্ট অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। প্রতিটি ম্যাচের ভেন্যু সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড। সিরিজ শেষে আগামী ২২ই আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ ‘এ’ দল।