বিবিধ
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী হলেন মালিক মোহাম্মেদ সাঈদ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৯ অপরাহ্ন

সম্প্রতি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মালিক মোহাম্মেদ সাঈদ। ২০০২ সালে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এ যোগদান করেন তিনি।
২০ বছরেরও বেশি সময় ধরে এফএমসিজি সেক্টরে কাজ করেছেন তিনি। দীর্ঘ এই সময়ে চিফ অপারেশন অফিসার, হেড অব অপারেশন, হেড অব মার্কেটিং-এর মতো নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন মোহাম্মেদ সাঈদ।
মালিক মোহাম্মেদ সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পরিবারের সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিষ্ঠানটির সিইও হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।