খেলা
কানাডার সঙ্গে খেলতে পারেননি সোমা
স্পোর্টস রিপোর্টার, বার্র্র্মিংহাম (যুক্তরাজ্য) থেকে
৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
বার্মিংহামের ন্যাশনাল এক্সিভিশন সেন্টারে গতকাল শুরু হয় টেবিল টেনিসের এককের লড়াই। হল নম্বর তিনে পুরুষ এককে বাংলাদেশের মুহতাসিন আহমেদ হৃদয়, রাহমিম লিয়ন ও সাব্বির অংশ নেন। মেয়েদের বিভাগে অংশ নেন সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। এদের মধ্যে কেবল রাহমিম ছাড়া প্রথম ম্যাচে বাকিরা জয় কুড়ান। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখেননি কেউই। প্রথম ম্যাচে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন সোনাম সুলতানা সোমা। দ্বিতীয় ম্যাচে খেলতেই পারেননি বাংলাদেশের র্যাঙ্কিং দুইয়ে থাকা এই টিটি তারকা। ব্যাক পেইনের কারণে কোর্টে নামা হয়নি সোমার। ব্যাক পেইন শুরু হয় আগের দিন ট্রেনিংয়ের সময়েই। গেমসের মেডিকেল টিমের চিকিৎসায় সকালে কিছুটা ভালো বোধ করে সলোমন আইল্যান্ডের কনি সিপির বিরুদ্ধে কোর্টে দাঁড়ান সোমা। ব্যথা নিয়ে খেলে জেতেন ৪-০ সেটে। খেলা শেষে আর দাঁড়াতেই পাড়ছিলেন না। যে কারণে কাডানার সঙ্গে খেলতে পারেননি তিনি। পাননি বাংলাদেশ দলের সঙ্গে আসা চিকিৎসকের দেখা। চিকিৎসকের বিষয়ে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর বলেন, ‘সোমার অসুস্থতার কারণে টিম ডাক্তার শফিকুল ইসলামকে আমি থাকতে বলেছিলাম। হয়তো বাংলাদেশের অন্য কোনো ডিসিপ্লিনের খেলা ছিল, তাই তিনি আসতে পারেননি।’ তবে সূচি অনুযায়ী গতকাল সকালে বাংলাদেশের কোনো ডিসিপ্লিনে খেলা ছিল না। মেয়েদের এককে দ্বিতীয় ম্যাচে মৌ ভানুয়াতুর আবেল রোয়ান্নাকে ৪-০ সেটে হারিয়ে দেন। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার ইস্থাতারের সঙ্গে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েন মৌ। টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে হেরে মৌ বলেন, ‘ও র্যাঙ্কিংয়ে আমার অনেক উপরে। আমি চেষ্টা করেছি, হয়নি। তবে আমি আশাবাদী ইসলামি সলিডারিটি গেমস নিয়ে। যেখানে মেয়েদের দ্বৈত ছাড়া বাকি সব বিভাগে অংশ নেবো আমরা।’ এদিন রাহমিম হেরে যান গায়ানার এক প্রতিযোগীর কাছে। এককের গ্রপ পর্ব থেকে ছিটকে গেলেও সোমা-হৃদয়দের পারফরম্যান্সে তৃপ্ত খোন্দকার হাসান মুনীর। তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের প্রত্যেকের টপ র্যাঙ্কিংয়ে থাকা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলা পড়েছে। যে কারণে সুবিধা করতে পারেনি ওরা।’ এককে সুবিধা করতে না পারলের ছেলেদের দলগত বিভাগে ফিজি ও গায়ানাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। আজ মিক্স ডাবলসের খেলা। সোমার ইনজুরির কারণে মিক্স ডাবলসে মৌয়ের সঙ্গে জুটি বাঁধবেন হৃদয়।