খেলা
কানাডার সঙ্গে খেলতে পারেননি সোমা
স্পোর্টস রিপোর্টার, বার্র্র্মিংহাম (যুক্তরাজ্য) থেকে
৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
বার্মিংহামের ন্যাশনাল এক্সিভিশন সেন্টারে গতকাল শুরু হয় টেবিল টেনিসের এককের লড়াই। হল নম্বর তিনে পুরুষ এককে বাংলাদেশের মুহতাসিন আহমেদ হৃদয়, রাহমিম লিয়ন ও সাব্বির অংশ নেন। মেয়েদের বিভাগে অংশ নেন সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। এদের মধ্যে কেবল রাহমিম ছাড়া প্রথম ম্যাচে বাকিরা জয় কুড়ান। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখেননি কেউই। প্রথম ম্যাচে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন সোনাম সুলতানা সোমা। দ্বিতীয় ম্যাচে খেলতেই পারেননি বাংলাদেশের র্যাঙ্কিং দুইয়ে থাকা এই টিটি তারকা। ব্যাক পেইনের কারণে কোর্টে নামা হয়নি সোমার। ব্যাক পেইন শুরু হয় আগের দিন ট্রেনিংয়ের সময়েই। গেমসের মেডিকেল টিমের চিকিৎসায় সকালে কিছুটা ভালো বোধ করে সলোমন আইল্যান্ডের কনি সিপির বিরুদ্ধে কোর্টে দাঁড়ান সোমা।
বিজ্ঞাপন