বিবিধ
ইউশা রহমানের কাব্য ‘অন্তর্লোকে অবগাহন’: জীবনের বহুমাত্রিক অন্বেষণ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৩:৪৬ অপরাহ্ন

‘অন্তর্লোকে অবগাহন’ কাব্যগন্থটি মূলত জীবন ও আত্ম-অন্বেষার যাত্রা। কবিতাগুলোতে জীবনপ্রবাহ, মনস্তাত্ত্বিক অন্বেষণ, এবং জীবনের বহুবিধ দিকের এক নিবিড় চিত্রায়ণ দেখা যায়। কবি ইউশা রহমান তার অভিজ্ঞতা ও উপলব্ধি ও জীবনদর্শনকে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলার মতো একটি অনন্য কাব্য ‘অন্তর্লোকে অবগাহন’।
জীবন শুধু অন্তর্লোকের রহস্যময় ভুবন নয়, বরং বহির্জগতের রঙিন দৃশ্যপটও এর একটি অবিচ্ছেদ্য অংশ। অন্তর্জগতের গভীরতাকে স্পর্শের পাশাপাশি জীবনের বহিরঙ্গের বৈচিত্র্যময় জীবনের ঘটনাপ্রবাহও এতে প্রতিফলিত হয়েছে। কখনো ভাবের গভীরতায়, আবার কখনো সহজ সরল ভাষায় উঠে এসেছে জীবনের বহুমাত্রিক দিক, আনন্দ-বেদনার সহাবস্থান এবং চিরায়ত জীবনের গল্প।
কবিতাগুলোতে জীবনের বিচিত্র দিকগুলো নিপুণভাবে তুলে ধরেছেন ইউশা রহমান। কবিতার নামগুলো বিমূর্ত অনুভূতি বা প্রতীক নিয়ে দাঁড়িয়ে থাকে। নামের মধ্যে রয়েছে গভীরতা ও চিত্রকল্পের জাদু। বইটির ‘আমার বুক চিরে ট্রেন চলে যায়’ বা ‘অনন্ত প্রবাহ’- এই ধরনের কবিতায় যেমন জীবনের চলমানতা ও অনুভূতির গতিপথ ফুটে ওঠে, তেমনি ‘মুক্তির নির্যাস’ বা ‘বুড়িগঙ্গা’-এর মতো নামগুলো প্রাকৃতিক ও আধ্যাত্মিক দিকের আন্তঃসম্পর্ক তুলে ধরে। ‘জীবনবীক্ষণ’, ‘প্রার্থনা’, ‘মহামিলন’- এই নামগুলো একাধিক স্তরের ভাবনার পরিচায়ক।
কবিতাগুলো সুপাঠ্য। ভাষা ও বিষয়বস্তুর মধ্যে আন্তরিকতা রয়েছে, যা পাঠককে তার নিজের অনুভূতির সঙ্গে সংযোগ ঘটাতে পারে। বইটি প্রকাশিত হয়েছে জাগতিক প্রকাশন থেকে। বইমেলায় পাওয়া যাবে ৫৫১-৫৫২ নং স্টলে।