অনলাইন
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি
মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৬ অপরাহ্ন

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে এবার রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে রাজধানীর মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন তারা।
এর আগে বিকাল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিংয়ে আসেন তারা।
এদিকে অবরোধের কারণে মহাখালী রেলক্রসিংয়ের আগে কমলাপুর থেকে আসা এয়ারপোর্টমুখী একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আজ পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এদিন দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কলেজগেটের সামনের সড়ক অবরোধ করেন তারা।
এতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এসময় রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেয়া হবে না বলে হ্যান্ডমাইকে ঘোষণা করেন তারা।
এদিকে দাবি আদায়ে প্রায় ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন।
পাঠকের মতামত
আমাদের দেশে দাবি আদায়ের হাতিয়ার হয়ে ওঠেছে সড়ক ও রেলপথ অবরোধ করে জনজীবন অচল করে দেয়া। এই পদ্ধতি কতটা মানবিক ও ন্যায্য সেই প্রশ্ন তোলাই যায়। যাদের কাছে দাবি পেশ করা হয় তাঁরাও বা কতটা সম্মানজনক আলাপআলোচনার পথে চলেন সেই প্রশ্নও তোলা যায়। আমাদের দাবি আদায়ের সংস্কৃতি আসলে অসভ্যতার পর্যায়ে নেমে গেছে। যাঁরা দাবি করেন এবং যাদের কাছ দাবি করা হয়, এখানে দুই পক্ষ। দুই পক্ষ পরষ্পরের প্রতি শ্রদ্ধাশীল হলে সমস্যার পঞ্চাশ ভাগ সমাধান হয়ে যায়। বাকিটা আলাপআলোচনা করে সমাধান করা যায়। দুই পক্ষ পরষ্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং বিশ্বাস নিয়ে আলোচনায় বসলে গুরুতর সমস্যাও সহজে সমাধান করা সম্ভব। কিন্তু, দেখা যাচ্ছে যাদের কাছে দাবি পেশ করা হয় তাঁরা কানে তুলো গুঁজে দিয়ে না শোনার ভান করেন। ফলে দাবি পেশকারীরা চরমভাবে জনজীবন অচল করে দিলে কর্তৃপক্ষের কানে গুঁজে দেয়া তুলো আস্তে আস্তে খুলে পড়ে। দেশের জনগণের ভোগান্তির কথা আগে থেকে কোন পক্ষ চিন্তা করেনা, এটা দুর্ভাগ্যজনক। দাবি আদায়ের হাতিয়ার কোনভাবেই জনগণের ভোগান্তির কারণ হতে পারেনা, মেনে নেয়া যায়না। ভবিষ্যতে যাদের দাবি আদায়ের দরকার হবে তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করবেন, জনগণের তাই প্রত্যাশা।
The government should take hard action against this college. Otherwise, other colleges will demand this.
Egulu re dhoira Gulshan lake e chubanu uchit
মামার বাড়ির আবদার!
জনভোগান্তি সৃষ্টিকারী অযৌক্তিক আন্দোলনকারী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করুন। এদেরকে আজীবনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিস্কার করা হোক।
এলাকাবাসীর উচিত এদের দাবড়ানি দেওয়া।
মামার বাড়ির আবদার!