বিনোদন
সালমানের দেহরক্ষী রাখি!
বিনোদন ডেস্ক
৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবারকয়েকদিন হলো সালমান খানের প্রাণনাশের হুমকি নিয়ে তোলপাড় বলিউড। সালমানের বাড়িতে দুষ্কৃতি লরেন্স বিষ্ণোই এবং তার দলের পক্ষ থেকে উড়ো চিঠি দিয়ে জানানো হয়, তারা নাকি পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে যেভাবে খুন করেছে সেভাবেই সালমানকেও খুন করবে। আর এসবে চিন্তিত হয়ে রাখি সাওয়ান্ত বলেছেন, কোনো চিন্তা নেই। প্রয়োজনে আমি সালমানের দেহরক্ষী হবো!