বিশ্বজমিন
এক-চীন নীতির প্রতি দ্ব্যর্থহীন প্রতিশ্রুতি পাকিস্তানের
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৩ আগস্ট ২০২২, বুধবার, ৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ অপরাহ্ন

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই সফর আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অসীম ইফতিখার আহমেদ বিবৃতিতে বলেছেন, এক-চীন নীতির প্রতি দ্ব্যর্থহীন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করছে পাকিস্তান। একই সঙ্গে চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতায় সমর্থন করে। ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রথম নেতা হিসেবে পেলোসি তাইওয়ান সফর করেন। তিনি এ সময় তাইওয়ানকে বিশ্বের সবচেয়ে মুক্ত সমাজের অন্যতম বলে অভিহিত করেন এবং যুক্তরাষ্ট্রের সংহতির প্রতিশ্রুতি দেন। এর কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। এর প্রেক্ষিতে পাকিস্তানের ওই মুখপাত্র বলেছেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব এমনিতেই এক সংকটজনক নিরাপত্তা পরিস্থিতিতে। এই যুদ্ধ এরই মধ্যে বিশ্বের খাদ্য ও জ্বালানি নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলেছে। তিনি বলেন, বিশ্ব আরেকটি সংকট বহন করার সামর্থ্য রাখে না।
পাঠকের মতামত
পৃথিবীর প্রতিটি দেশেরই উচিত তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া। চীন শুধুমাত্র গায়ের জোরে তাইওয়ানকে নিজের অংশ দাবি করলেই হবে না। তাইওয়ানের অধিকাংশ মানুষ নিজেদের চীনের অংশ মনে করে না। তাদের একটি স্বাধীন ও আত্নমর্জাদাশীল জাতি হিসেবে বাঁচার অধিকার আছে।
পৃথিবীর প্রতিটি দেশেরই উচিত তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া। চীন শুধুমাত্র গায়ের জোরে তাইওয়ানকে নিজের অংশ দাবি করলেই হবে না। তাইওয়ানের অধিকাংশ মানুষ নিজেদের চীনের অংশ মনে করে না। তাদের একটি স্বাধীন ও আত্নমর্জাদাশীল জাতি হিসেবে বাঁচার অধিকার আছে।