ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

বিবিধ

আইবিএ এলামনাইয়ের নির্বাচন অনুষ্ঠিত

(১ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৫:০৬ অপরাহ্ন

mzamin

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠান আইবিএ এলামনাই ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সরাসরি নির্বাচন গত ৩১ জানুয়ারি, শুক্রবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে ক্লাবের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।

এছাড়া ১০জন সদস্যকে পরিচালনা পর্ষদের পরিচালক পদে নির্বাচিত করা হয়। তারা হলেন ইমতিয়াজ আহমদ সামস, মালিক মোঃ সাঈদ, এ টি এম শামীমউজ্জামান, মো: রাহাত খান, আবু ঈসা মোহাম্মদ মাঈনউদ্দীন,নাফিস রায়হান, এ এস এম রফিক উল্লাহ, অধ্যাপক আইরীন

আক্তার, মো: আমানুর রহমান এবং মোহাম্মদ শাকিল ওয়াহেদ৷ নির্বাচনে ক্লাব সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন- শতকরা ৮৮% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখনে উল্লেখ যে এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন এবং পরিচালক পদে মোট ১৮ জন প্রতিদ্বন্দিতা করেন।

নির্বাচন শেষে,অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ নির্বাচনে জয়ী পরিচালনা পর্ষদ কে স্বাগত ও শুচেচ্ছা জানিয়ে সকলের সাথে এক যোগে কাজ করার আহ্বান জানান। এর আগে একই দিন সকালে আইবিএ অ্যালামনাই ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান-ইন-চার্জ মুসলেহ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় ক্লাবের বার্ষিক কার্যবিবরণী এবং আর্থিক বিবরণী

ক্লাব সদস্যদের জন্য পেশ করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার ইয়াওয়ের সাইদের নেতৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া শুরু করেন।

 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status