খেলা
হাসানকে এশিয়া কাপের দলে নিলো না পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৩ আগস্ট ২০২২, বুধবার, ৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৯ অপরাহ্ন

আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখান থেকে ছিটকে গেছেন পেসার হাসান আলী। তার জায়গায় নেয়া হয়েছে নাসিম শাহকে। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসে ওয়ানডে সিরিজ রয়েছে পাকিস্তানের। ওই সিরিজের জন্যও দল ঘোষণা করেছে পিসিবি।
আরব আমিরাতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৮শে আগস্ট এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ^কাপ। তাই এবার এশিয়া হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর নেদারল্যান্ডসের মাটিতে পাকিস্তানের তিনটি ওয়ানডে ম্যাচ যথাক্রমে ১৬, ১৮ ও ২১শে আগস্ট।
পাকিস্তান এশিয়া কাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, খুশদিল শাহ, হায়দার আলী, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।
পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, জাহিদ মাহমুদ।