ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

রাজনীতি

রাষ্ট্র চলছে না: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৪ পূর্বাহ্ন

mzamin

রাষ্ট্র চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ‘মাদক মুক্ত দেশ ও জাতি গঠনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন যে সরকার আছে, সেই সরকার থেকে আপনি কী আশা করেন? কারণ এই সরকার যে কী করতে চায় আমিও বুঝি না তারা নিজেরাও জানে কিনা, বুঝে কিনা, না তারা কী করতে চায়। তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়েছে, সংস্কার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু রাষ্ট্র চলছে না। আপনি বিভিন্ন ব্যবসা কেন্দ্রে যান, বিভিন্ন ডিপার্টমেন্টে যান, আপনাদের ফাইল আটকিয়ে রেখেছে। আবার যাদের বিল আটকিয়ে রেখেছে তাদের মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগের আমলে যারা কাজ করছে তাদের বিল কিন্তু ঘুরাচ্ছে না।

তিনি বলেন, এই যে একটা সরকার ১৬টা বছর থাকলো, তারা প্রশাসনের সহযোগিতা নিয়েই ওই সরকারের লোকজনরা লুটপাট, দুর্নীতি করেছে। ওই প্রশাসনের লোকেরা কিন্তু যার যার জায়গায় এখনো আছে। শ্রেণি স্বার্থেই তো সব দুর্নীতি এখনো চলমান আছে। প্রশ্নটা হলো যে, এখন তো দেখা যাচ্ছে আগের যেসব কাজ-কর্ম চলেছে, যেসব অন্যায় নিয়ম-নীতি তৈরি করা হয়েছে, তা দিয়ে তো চলছে।

বাজেট প্রণয়নের ক্ষেত্রেও বিগত সরকারের রেখে যাওয়া বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এগুচ্ছে।
গয়েশ্বর বলেন, একটা কথা বলতে চাই, ১৭ বছর মানুষ কেনো নিপীড়ন-নির্যাতন-গুম-খুন-মিথ্যা মামলায় পড়লো, কেনো মানুষ এতো রক্ত দিলো। তার ভোটারাধিকার, তার স্বাধিকার ফেরত পাওয়ার জন্য। আমার মনে হয়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ছাড়া এই সরকারের অন্য কোনো দায়িত্বের প্রতি আগ্রহ সন্দেহজনক। এই নিয়ে জনগণের মধ্যে অবিশ্বাস, বিভ্রান্তি ও অনাস্থা সৃষ্টি হচ্ছে। নির্বাচনটা যে জরুরি এই বিষয়টা সরকারকে বুঝতে হবে। এই বিষয়টা মাথায় রেখে রাজনৈতিক বিষয়টা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেয়াটাই ভালো। 

এসময় মাদকমুক্ত দেশ গড়তে প্রশাসনকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।
আয়োজক সংগঠনের সভাপতি সিনিয়র সহ সভাপতি খন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

Goeswar U May become good, otherwise will be ruin.

mohammad shafiqul is
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৫:৩৯ অপরাহ্ন

রাস্ট্র চলছে কিনা বোঝাটা কঠিন। তবে গয়েশ্বরদের আয় কিন্তু লাগামহীন ভাবে বেড়ে গেছে।

Siddq
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৩:৪৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status