ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

রাজনীতি

ড. ইউনূসের আমলে হাসিনার বিচারবহির্ভূত হত্যার পুনরাবৃত্তি কেন, প্রশ্ন রিজভীর

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

শেখ হাসিনার শাসনামলের মত বিচারবহির্ভূত হত্যার পুনরাবৃত্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমলে ঘটবে কেন বলে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর ভাসানী মিলনায়তনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এ প্রশ্ন রাখেন।
দেশ-বিদেশের ষড়যন্ত্র চক্রান্ত চলছেই মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, শঙ্কা আমাদের দিন দিন বাড়ছে। কুমিল্লায় যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ড. ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? ড. ইউনূস সাহেবকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো  অত্যন্ত পছন্দ করে এবং এদেশের মানুষও তাকে পছন্দ করে। তারা মনে করে, তিনি দেশের একজন গুণী মানুষ, যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন, তার সময়ে যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয় তাহলে তো হোঁচট খাবে জনগণ।

কুমিল্লায় যুবদল নেতাকে বিচারবহির্ভূত হত্যার কঠোর সমালোচনা করে তিনি বলেন, যদি ওই ছেলেটি অপরাধী হয় তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া যেত। কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাবা-মার কাছে ফেরত দেয়া এটা এই আমলে হবে কেন? যখন একটি ভয়ংকর দানব রক্ত পিপাসু সরকারকে এই দেশ ছাড়তে বাধ্য করেছে, সেই দেশে কেন আবার শেখ হাসিনার শাসনামলের মত বিচারবহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হবে?

রিজভী বলেন, ড. ইউনূস সাহেবের সরকারকে দেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে, তিনি নির্বাচিত না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার, তার সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে। কিন্তু তার সরকারের আমলে যদি হাসিনার আমলের পুনরাবৃত্তি হয় তাহলে তো এই যে এত রক্তাক্ত আন্দোলন, রাজপথে রক্তের আলপনা, আহাদের মত পাঁচ বছরের শিশু, মুগ্ধর মত একটি তরুণ প্রাণ, আবু সাঈদ নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করেছে- এই যে আত্মদান, এই আত্মদান তো একেবারে ব্যর্থ হয়ে গেল। 
 

পাঠকের মতামত

এজন্য যে, বিএনপির পদধারী নেতারা এখন অপেন চাঁদাবাজীতে নেমে পড়েছে। যারা আকাম-কুকাম করবে তাদেরকে .................... ভালো।

aulad
২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৭:৪০ অপরাহ্ন

AMARAO EI UTTAR JANTE CAI.

Shuvo
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৩:৫২ অপরাহ্ন

হাসিনার আমলে হাসিনার লোক চাদাবাজি, দখল বাজি সহ সব অপরাধমুলক কাজ করতো হাসিনার লোকজন । হাসিনা পালানোর সময় কি সেই দায়িত্ব বিএনপি কে হস্তান্তর করে গেছে ? এটা এখন পুরো জাতি জানতে চায় ?

MD. Ilias hossain
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ২:২৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status