ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

বিএনপি-ইসলামী আন্দোলনের বৈঠক

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনসহ ১০ বিষয়ে ঐকমত্য

স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ২:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিএনপি ও ইসলামী আন্দোলন-দুই দলই দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানসহ ১০ বিষয়ে একমত হয়েছে। 

বৈঠক শেষে আলোচনার বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৈঠকে যে ১০টি বিষয়ে দল দুটি একমত হয়েছে, সেগুলো হলো- আধিপত্য-বাদ, সম্প্রসারণ-বাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ভোটাধিকারসহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসতে হবে।

এছাড়া আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা, আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, ইসলামী শরিয়াহ্ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেয়া এবং ইসলামবিরোধী কোনো কথা কেউ না বলা ও প্রশাসনে বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।

পাঠকের মতামত

এর মধ্যে অনেক সিদ্ধান্ত বিএনপি মানতে পারবেনা

kalim
২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ৪:১০ অপরাহ্ন

খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সব রাজনৈতিক দলকে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে! নির্বাচনের পর কাংখিত সংস্কার গুলো ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করতে জাতীয় সরকারের কোনো বিকল্প নেই।

Harun Rashid
২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ৩:৩৯ অপরাহ্ন

বর্তমান সরকারকে ১০ বছর খমতায় থাকতে হবে।

সোহাগ
২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ২:৪৫ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status