রাজনীতি
নিরপেক্ষ না থাকতে পারলে সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গঠন করার আহ্বান
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(১ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য যদি নিরপেক্ষ না থাকতে পারেন তাহলে সরকার থেকে বিদায় নিয়ে রাজনৈতিক দল গঠন করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
রোববার লন্ডনে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি কল্যাণ ট্রাস্ট ইউকের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার কনিষ্ঠ সন্তান ও সফল ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আরাফাত রহমান কোকো স্মৃতি কল্যাণ ট্রাস্ট ইউকে এ মাহফিলের আয়োজন করে।
এতে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার।
এসময় আব্দুস সাত্তার ও জাহিদ হোসেন দাবি করেন, শেখ হাসিনার নির্দেশে আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
আলোচনায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। রাজনীতি না করলেও বিভিন্নভাবে কাজ করে গেছেন দেশের কল্যাণে। কোকোর সাংগঠনিক দক্ষতার কারণেই বাংলাদেশে ক্রিকেটের বর্তমান অবস্থান তৈরি হয়েছে। ক্রিকেটে কোকোর অবদান অস্বীকার করা যাবে না।
এ সময় কোকোর মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু নয় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে বক্তারা বলেন, কোকোর মৃত্যুর রহস্য উদঘাটন করে সম্পৃক্তদের আইনের আওতায় এনে বিচারের কাঠ গড়ে দাঁড় করানো হবে।
ডা. জাহিদ হোসেন আরো বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতা ঘোষণা দেয়ার কথা তার তখন পালিয়ে গিয়েছে তখন দেশের ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে ছিলেন। স্বাধীনতাউত্তর বাংলাদেশে এনেছিলেন অর্থনৈতিক সফলতা, দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘কোনোরকম বিভাজন সৃষ্টি না করে সরকারের নিরপেক্ষতা বজায় রাখুন। সরকারের কোনো সদস্য যদি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয় আর রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে সরকার থেকে বের হয়ে মাঠে এসে রাজনৈতিক দল গঠন করে জনগণের মোকাবেলা করুক। জনগণ যাকে পছন্দ করবে তাকে বেছে নেবে।’
সংগঠনের সভাপতি সরফরাজ সরফুর সভাপতিত্বে ও শেখ নাসেরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক , বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সবশেষে আরাফাত রহমান কোকো ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বক্তারা।