দেশ বিদেশ
যান্ত্রিক ত্রুটিতে দিনভর মেট্রো চলাচলে বিঘ্ন
স্টাফ রিপোর্টার
২৬ জানুয়ারি ২০২৫, রবিবারযান্ত্রিক ত্রুটির কারণে শনিবার দিনভর মেট্রোরেল চলাচল বিঘ্নিত হয়েছে। সকাল ও দুপুরে দুই দফায় পুরোপুরি বন্ধ ছিল মেট্রোরেল। এরপর দুপুর ২টার পর শুধুমাত্র মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে উত্তরা, মিরপুর এলাকার যাত্রীদের। দুই দফায় মেট্রোরেল বন্ধ থাকার কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে। যাত্রীদের কেউ আবার সড়ক পথে গন্তব্যে গিয়েছেন। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কারণে সকালে যাত্রীর চাপ বেশি ছিল। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট চলাচল বন্ধ ছিল মেট্রোরেল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু এদিন দুপুরে ফের যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে মেট্রোরেল চলাচল। ডিএমটিসিএল সূত্র জানায়, দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করার পর থেকেই সমস্যা শুরু হয়। ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝপথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে থেমে থাকার পর ট্রেনটি পুনরায় উত্তরা সেন্টারে নেয়া হয়। এরপর যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রোরেল কর্তৃপক্ষ। দুপুর সোয়া ২টায় মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। শনিবার রাতে মেট্রোরেলের এক দায়িত্বশীল কর্মকর্তা মানবজমিনকে বলেন, এখনো মেট্রোরেল চলাচল পুরোপুরি চালু হয়নি। মতিঝিল-পল্লবী ও পল্লবী-মতিঝিল পর্যন্ত চলাচল করছে। যান্ত্রিক ত্রুটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এটি সমাধান হতে কিছুটা সময় লাগবে। রোববার সকাল থেকেই মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ট্রেন স্বাভাবিকভাবে চলবে বলেও আশ্বাস দেন তিনি।