ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

চরমোনাই পীরের সঙ্গে জামায়াত আমীরের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
২২ জানুয়ারি ২০২৫, বুধবারmzamin

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। গতকাল দুপুর ১২টার দিকে চরমোনাই দরবার শরীফে দু’জনের সাক্ষাৎ হয়। এ সময়ে তারা পরস্পরে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তারা এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দু’জনেই। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা কয়েকটি রাজনৈতিক দল দ্বারা ব্যবহৃত হয়েছি। এভাবে আর আমরা ব্যবহার হতে চাই না। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আমরা এক হয়ে চলবো। আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশাও করেন তারা। মূলত বরিশালে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সকালে তিনি জামায়াতের নারী প্রতিনিধিদের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। এরপর বিকেল ৩টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কর্মী সম্মেলনে যোগ দেন।
ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতে ইসলামীর কট্টর সমালোচক ছিলেন চরমোনাই পীর। তাদের এ সাক্ষাত রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বরিশাল সদর উপজেলার চরমোনাই জামিয়া রশীদিয়া আহছানাবাদ মাদরাসা প্রাঙ্গণে যান। এ সময় তিনি গোটা মাদরাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন।

পাঠকের মতামত

Good news

Zaglur
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪৪ পূর্বাহ্ন

চরমোনাই জামাতের ঘোর বিরোধী। এটা জামাতের কুট কৌশল। জামাত স্বাধীনতা বিরোধী দল।

এম. এ. হুদা
২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ৩:৫৮ অপরাহ্ন

‘দেশের ১৮ কোটি মানুষের মধ্যে শতকরা ৯১ জন নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।” উনি কি মুসলিম? আমরা সবাই মুসলমান, এটা আমাদের গর্ব।

M. Kamruzzaman
২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১০:০০ পূর্বাহ্ন

আলহামদু লিল্লাহ। সকল ভেদাভেদ ভুলে দ্বীনের স্বার্থে ঐক্য চাই। কারণ, আল কোরআনের ঘোষণা- মোমেনরা পরাস্পর ভাই ভাই।সুরা হুজরাত।

Md. Abul Basher
২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ৯:১১ পূর্বাহ্ন

very good

mobasshir ahmad
২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১২:১৭ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status