ভারত
হাসপাতাল থেকে ৬ দিন পর ছাড়া পেলেন অভিনেতা সাইফ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৯ পূর্বাহ্ন
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। মঙ্গলবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। হাসপাতাল থেকে সোজা বান্দ্রার তাদের পুরনো বাড়িতে এসে উঠেছেন। সঙ্গে
ছিলেন স্ত্রী করিনা কাপুর। অভিনেতার গায়ে ছিল সাদা শার্ট, সঙ্গে ডেনিম। ছোট ছোট করে কাটা চুল। চোখে কালো সানগ্লাস।
গত বুধবার রাতে বাড়িতে এক বহিরাগত দুষ্কৃতির ছুরিকাঘাতে গুরুতর হন। আহত অভিনেতা সাইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ছয়টি আঘাত ছিল। এর মধ্যে দুটি ছিল গভীর। বৃহস্পতিবার দুটি অস্ত্রোপচার করা হয়েছিল । চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতা শঙ্কামুক্ত এবং সুস্থ হয়ে উঠছেন। তবে আরও কিছুদিন বিধিনিষেধ মেনে থাকতে হবে।
তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় নিজেকে গোপন রাখলেও, বাড়ির সামনে জড়ো হওয়া পাপারাৎজিদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় সাইফকে।
এদিকে মুম্বাই পুলিশ সুত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের নদিয়া সীমান্ত দিয়ে নয়, সইফ আলি খানের ওপর হামলায় গ্রেফতার বাংলাদেশি শরিফুল ইসলাম মেঘালয়ের ও ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। ধৃতকে জেরা করে এই তথ্য পাওয়া গিয়েছে । একই সঙ্গে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা খুকুমণি জাহাঙ্গির শেখ নামে এক ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে সে মোবাইলের সিম কেনে । সেই সিম ব্যবহার করেই বাংলাদেশে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখত ।