দেশ বিদেশ
অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন
স্টাফ রিপোর্টার
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারঅস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেয়া সশ্রম ওই কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মামুনের করা আপিল মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে দণ্ড হওয়া পৃথক পাঁচটি মামলার মধ্যে চারটিতে গিয়াস উদ্দিন আল মামুন খালাস পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রোববার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), এডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ্। আর রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। পরে এডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ্ বলেন, ২০০৭ সালের ৩১শে জানুয়ারি গিয়াস উদ্দিন আল মামুনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। এরপর তার কোনো সন্ধান না পেয়ে তার অবস্থান কোথায় তথ্য চেয়ে পরিবারের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট তাকে আইন অনুযায়ী আদালতে উপস্থাপন করার জন্যে নির্দেশ দেন। তারই আলোকে গিয়াস উদ্দিন আল মামুনকে নিয়ে আইন-শৃংখলার সংশ্লিষ্ট সদস্যরা ২০০৭ সালের ২৬শে মার্চ বনানীস্থ বাসায় অভিযানে যায়। বাসা থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। এরপর অস্ত্র আইনে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে এসআই কাজী মো. আব্দুল আওয়াল ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ওই ঘটনায় ২৪শে এপ্রিল চার্জশিট জমা দেয় পুলিশ। মামলায় একই বছরের ২০০৭ সালের ৩রা জুলাই ১০ই বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন ঢাকা মহানগরী বিশেষ আদালত-২ এর বিচারক (মহানগর অতিরিক্ত দায়রা জজ) মো. আবুল বাশার।