ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

চীনের মিসাইল, বোমা থেকে বাঁচতে তাইওয়ানজুড়ে মহড়া, প্রস্তুত হচ্ছে বাঙ্কার

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২ আগস্ট ২০২২, মঙ্গলবার, ২:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩০ অপরাহ্ন

mzamin

চীনের সঙ্গে বাড়ছে উত্তেজনা। যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা দানা বাঁধছে। তাই সেই প্রস্তুতিও নিতে শুরু করেছে তাইওয়ান। দেশের মধ্যে থাকা বোমা থেকে বাঁচতে তৈরি বাঙ্কারগুলোকে প্রস্তুত করছে তারা। এছাড়া চলছে মহড়াও। আহতদের কীভাবে চিকিৎসা দেয়া হবে, কীভাবে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় নেয়া যাবে এসব প্রাক্টিস চলছেই। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আকাশসীমায় একের পর এক উস্কানি সৃষ্টি করছে চীন। প্রায়ই দেশটির যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনের মধ্যে প্রবেশ করছে। তাইওয়ানও নিজেকে রক্ষায় তার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন
সামরিক মহড়ার পাশাপাশি বেসামরিকদের নিরাপত্তায়ও মহড়া চলছে। 

এর অংশ হিসেবে চীনের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে বাসিন্দাদের বিভিন্ন শেল্টারে আশ্রয় নেয়ার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বাড়ির আন্ডারগ্রাউন্ড কিং সাবওয়েতে কীভাবে নিজেকে লুকানো যাবে তা দেখানো হচ্ছে। শপিং সেন্টারগুলোতেও চলছে মহড়া। দেশটির রাজধানী তাইপেতে প্রায় পাঁচ হাজার শেল্টার রয়েছে। সেখানে মোট ১ কোটি ২০ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। এটি দেশটির মোট জনসংখ্যার ৪ গুণ। তাই চীনের হামলা থেকে বেসামরিক নাগরিকদের বাঁচানোর ক্ষমতা তাইওয়ানের রয়েছে বলে আত্মবিশ্বাসী দেশটির বাসিন্দারা। 

১৮ বছর বয়স্ক হারমনি উ জানান, প্রথমে এই মহড়া দেখে তিনি অবাক হয়েছিলেন। তবে তিনি বুঝতে পারছেন কেনো এটি করা হচ্ছে। তিনি বলেন, এ ধরণের আশ্রয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি না, কখন যুদ্ধ বেধে যাবে। এগুলো তৈরি করা হয়েছে আমাদের নিরাপত্তার জন্য। যুদ্ধ খুবই ভয়ানক বিষয়। আমরা কখনো যুদ্ধ দেখিনি তাই আমরা সে জন্য প্রস্তুতও নই। মানুষ যাতে সহজেই তার বাড়ির কাছে অবস্থিত আশ্রয়কেন্দ্রটি খুঁজে পায় সে জন্য বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছে তাইওয়ান সরকার। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে প্রচারণা। এছাড়া আশ্রয়গুলোর বাইরে বিশেষ চিহ্ন ব্যবহার করা হচ্ছে এবং তাতে লেখা আছে কতজন এরমধ্যে আশ্রয় নিতে পারবেন। 

এ নিয়ে তাইওয়ানের বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা আবেরক্রোম্বি ইয়াং বলেন, ইউক্রেনের যুদ্ধের দিকে তাকান। কোনো নিশ্চয়তা নেই যে নিরীহ মানুষের উপরে আক্রমণ হবে না। এ কারণেই সকল মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করা হচ্ছে। দেশের সকল মানুষের সংকটকালীন সময়ের জন্য প্রস্তুত হওয়া দরকার। চীনা কমিউনিস্টরা যখন আমাদের উপরে আক্রমণ করবে, তখন আমাদের এসব শেল্টারে গিয়ে বাঁচতে হবে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status