বিনোদন
বড় অর্জন
স্টাফ রিপোর্টার
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার
ছোট পর্দায় অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে গত ডিসেম্বরে ‘প্রিয় মালতী’র মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মেহজাবীন চৌধুরী। সিনেমাটির নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। পুরান ঢাকার শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। এবার ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ সেরা ছবির পুরস্কার জিতে নিলো ‘প্রিয় মালতী’। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত মেহজাবীন। নিজের ফেসবুকে পুরস্কার প্রাপ্তির কয়েকটি ছবি ভাগ করে তিনি লিখেছেন, ‘প্রিয় মালতী’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে। মেহজাবীন বলেন, এটা আমার ও আমাদের পুরো টিমের জন্য বড় অর্জন। ছবির সঙ্গে জড়িত সবাইকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। গত বছরের ২০শে ডিসেম্বর মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর পরই এতে মেহাজাবীনের অভিনয় নজর কাড়ে দর্শক থেকে শুরু করে অভিনেত্রীর সহকর্মী ও সমালোচকদেরও। মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন- নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। এদিকে মেহজাবীন বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিজ্ঞাপন নিয়ে। পাশাপাশি নতুন সিনেমার প্রস্তুতিও নিচ্ছেন এ তারকা।