ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে বিএনপি নেতা কায়কোবাদ

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৭:৩৬ অপরাহ্ন

mzamin

হাসপাতালে চিকিৎসাধীন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে সোমবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লার মুরাদগরের সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এসময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। কায়কোবাদ সৌদিআরব থেকে আনা জমজমের পানি, খেজুর ও অন্যান্য ফল আহতদের হাতে তুলে দেন। এসময় অনেকে কান্নায় ভেঙে পরেন। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। 
আহতদেরকে আশ্বাস দিয়ে কায়কোবাদ বলেন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনারা দেখবেন আল্লাহ যদি তৌফিক দেয় বিএনপি কী করে আপনাদের জন্য। গণতান্ত্রিক সরকার ছাড়া কেউ আহতদের অবস্থা বুঝবে না। গণতান্ত্রিক সরকারের জন্যই নির্বাচনটা দরকার। আওয়ামী লীগের কেউ আমাদের দলে মেশার কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। কিছু বাজে লোক মুনাফেক তো থাকবেই। তাদেরকে চিহ্নিত করে ধরা হবে। আমরা সবাই মিলে প্রতিহত করবো ইনশআল্লাহ।
তিনি বলেন, আমি নিজেও ১৩ বছর দেশের বাইরে ছিলাম। আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আল্লাহ আজকে আমাকে মুক্ত করে দেশে নিয়ে এসেছেন। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ করে দিয়েছে জালেম আওয়ামী লীগ সরকার। ওরা জাতির দুশমন। ওরা দেশের কি যে ক্ষতি করেছে তা বলে শেষ হবে না। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন দেয়নি। ড. ইউনূসকেও কতগুলো মামলা দিয়েছিল। তবে সবকিছুর মালিক আল্লাহ। ইনশাআল্লাহ আন্দোলনে নির্যাতিতরা তাদের বিনিময় পাবেন। গণতান্ত্রিক সরকার আপনাদের জন্য কিছু করবে।
হাসপাতাল থেকে বেরিয়ে আপ্লুত কণ্ঠে কায়কোবাদ সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানে আহতের অবস্থা খুবই করুন, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্তর্বর্তী সরকারের উচিত তাদের দিকে আরো বেশি মনোযোগ দেওয়া। প্রতিদিন অন্তত একজন উপদেষ্টাকে পাঠিয়ে তাদের খোঁজখবর নেওয়া প্রয়োজন, যাতে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ভরসা পায়। সঠিক চিকিৎসা ও সহায়তা পায়।
অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি নিজেও দেশে ফিরতে পেরেছি, মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি। এটি তাদের সেই ত্যাগেরই ফসল। আমরা যেন তাদের ভুলে না যাই, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status