ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

(৪ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৮:৫২ অপরাহ্ন

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ আয়োজিত আকিজ সিরামিকস প্রেজেন্টস বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৩.০ পাওয়ার্ড বাই বিএসএমআরএম এন্ড এসএমজি ইন এসোসিয়েশন উইথ আকিজ সিমেন্ট।
শনিবার ইভেন্টটিতে দেশের সেরা এক্সপার্টস, মার্কেটিং প্রফেশনালস এবং নির্মাণ শিল্পের প্রধান নেতারা একত্রিত হয়েছিলেন। এই ফেস্টের উদ্দেশ্য ছিল বাংলাদেশের কনস্ট্রাকশন এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সেক্টরের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার পথ খুঁজে বের করা।
ইভেন্টে সাতটি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ড, চ্যালেঞ্জ এবং সল্যুশন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রকাশিত হয় বিজনেস ব্রিলিয়ানয-এর ৬ষ্ঠ সংখ্যা। এই বিশেষ সংখ্যাটি নিবেদন করা হয়েছে শেখ আকিজ উদ্দিনের স্মৃতির প্রতি, যিনি সাদামাটা জীবন থেকে উঠে এসে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছেন। এই সংখ্যায় আরও তুলে ধরা হয়েছে দেশের অগ্রগামী কর্পোরেট  ব্যক্তিত্বদের: মি. সুব্রত রঞ্জন (এসিআই মোটরস), ড. আরমান সিদ্দিকী (গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার), মিস ফারিয়া ইয়াসমিন (এসিআই কনজিউমার ব্র্যান্ডস), শেখ সাদি আবদুল মজিদ (সুপার স্টার গ্রুপ লিমিটেড)।
ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, এই ফেস্ট থেকে আমরা বুঝতে পেরেছি আমাদের সম্মিলিত প্রচেষ্টা কীভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা শুধু অবকাঠামো নয়, একটি শক্তিশালী বাংলাদেশ তৈরি করার জন্যে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানের পার্টনার ছিলÑ টাইটেল স্পন্সর: আকিজ সিরামিকস, পাওয়ার্ড বাই: বিএসআরএম, এসএসজি, ইন অ্যাসোসিয়েশন: আকিজ সিমেন্ট, প্লাটিনাম পার্টনার: সুইশ, কনস্ট্রাকশন মার্ট, রিহ্যাব, পেইন্ট পার্টনার: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ট্যাংক পার্টনার: এনপলি ওয়াটার ট্যাংক, ফিটিংস পার্টনার: এ-ওয়ান পলিমার, কেবল পার্টনার: পারটেক্স কেবলস, হোরেকা পার্টনার: স্মিথস, বেভারেজ পার্টনার: মজো, অর্গানিক পার্টনার: কাজী অ্যান্ড কাজী টি, হসপিটালিটি পার্টনার: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, ইভেন্ট পার্টনার: ব্র্যান্ডগিয়ার, পাবলিকেশনস পার্টনার: বিজনেস ব্রিলিয়ানজ, নলেজ পার্টনার: প্র্যাকটিশনার্স একাডেমি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status