দেশ বিদেশ
বৈধ কারণ ছাড়া মোবাইল ফোন চেক করতে পারবে না মালয়েশিয়া পুলিশ
আরিফুল ইসলাম, মালয়েশিয়া
(১ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল স্পষ্টভাবে জানিয়েছেন যে, পুলিশের কোনও সদস্য বৈধ কারণ ছাড়া কারও মোবাইল ফোন চেক করতে পারবেন না। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের অবশ্যই আইনগত সীমার মধ্যে থাকতে হবে এবং ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ করতে হবে।
আজ ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, গতকাল এশিয়া আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ও এক্সপো (এএইএসএসই ২০২০৫) এর প্রস্তুতি পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন, "এটি এমন নয় যে, যে কাউকে থামিয়ে তার মোবাইল ফোন চেক করার নির্দেশ দেওয়া যাবে।" তিনি আরও বলেন, "পুলিশের অবশ্যই সুনির্দিষ্ট ভিত্তি থাকতে হবে, যেমন গোয়েন্দা তথ্য, যা প্রমাণ করে যে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধমূলক কার্যকলাপে জড়িত। পুলিশকে তাদের নির্ধারিত আইনি পরিসরে কাজ করতে হবে।"
সাইফুদ্দিন জনগণকে আহ্বান জানান, যদি কোনও পুলিশ সদস্য বৈধ কারণ ছাড়া তাদের ফোন চেক করেন, তবে দ্রুত এ বিষয়ে পুলিশ রিপোর্ট করতে। ফ্রি মালয়েশিয়া টুডে, মালয়েশিয়া কিনি, দি স্টার অনলাইন সহ বেশ কয়েকটি জনপ্রিয় পত্রিকা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, "প্রতি মাসে ৩ লক্ষ ৯৫ হাজার পুলিশ রিপোর্ট জমা পড়ে। জনগণ চাইলে সহজেই রিপোর্ট করতে পারেন।"
এদিকে আলোচিত এ বিষয়ে দেশটির পুলিশ মহাপরিদর্শক, রাজারউদ্দিন হুসাইন গত সোমবার জানিয়েছিলেন, কোনও অপরাধ সংঘটিত হওয়ার সন্দেহ হলে পুলিশ মোবাইল ফোন চেক করতে পারে। তিনি দাবি করেন, ফৌজদারি কার্যবিধি এবং যোগাযোগ ও মাল্টিমিডিয়া আইন ১৯৯৮ এর আওতায় একজন পরিদর্শক বা তার ঊর্ধ্বতন পুলিশ সদস্যের এই অধিকার রয়েছে।
তবে রাজারউদ্দিনের এই দাবিকে আইনি ভিত্তিহীন উল্লেখ করে দেশটির মানবাধিকার সংগঠন, লইয়ার্স ফর লিবার্টি বলেছে, পুলিশ চলমান তদন্ত বা তল্লাশির অংশ না হলে ফোন চেক করতে পারে না। এছাড়াও, মালয়েশিয়ার মানবাধিকার কমিশন (সুহাকাম) রাজারউদ্দিনের এই মন্তব্যকে "উদ্বেগজনক" বলে আখ্যায়িত করেছে এবং সরকারকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে বলে লিখেছে, ফ্রি মালয়েশিয়া টুডে (এফএমটি)।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিনের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে (এফএমটি) আরো জানিয়েছে, তিনি পুলিশ মহাপরিদর্শক, রাজারউদ্দিনকে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন, সুহাকামের সঙ্গে বিষয়টি আলোচনা করতে বলবেন। এবং পুলিশ কী করতে পারে, আর কী করতে পারে না, তা সুহাকামের বোঝা জরুরি। সেই সঙ্গে জনগণকে সচেতন করা প্রয়োজন।
দেশটির আলোচিত এ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, "নিরাপত্তা এবং মানবাধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা জরুরি। গোয়েন্দা তথ্য কখনও কাউকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত বলে সন্দেহ করতে পারে, কিন্তু প্রচলিত আইন ডিভাইস পরীক্ষা করার অনুমতি দেয় না। এ কারণে বিশেষ আইন প্রয়োজন। এটি নিশ্চিত করতে হবে যে, পুলিশের পদক্ষেপ যেন এলোমেলোভাবে না হয়। পুলিশকে অবশ্যই গোয়েন্দা তথ্য এবং আইনগত ভিত্তিতে কাজ করতে হবে, বলে তিনি যোগ করেন।
প্রবাসিদের বিষয়ে এ ঘোষণা বলবৎ থাকবে কিনা তা স্পষ্ট করে জানায়নি দেশটির গণমাধ্যমগুলো। তবে বিষয়টি যেহেতু মানবাধিকার সংশ্লিষ্ট, সেহেতু দেশটিতে বৈধভাবে থাকা প্রবাসীদের ক্ষেত্রেও অনুমতি ছাড়া আগের মতো ঢালাওভাবে মোবাইল ফোন চেক করবে না বলে জানিয়েছেন অনেকেই।