দেশ বিদেশ
পরিপূর্ণভাবে সরকারি তোষণ বন্ধ করতে হবে: ঢাবি ভিসি
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২৫, রবিবারপরিপূর্ণভাবে সরকারি তোষণ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমদ খান। গতকাল ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আরবী বিভাগের অ্যালামনাইদের তৃতীয় পুনর্মিলনীতে ভিসি প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আরবী ভাষার দুনিয়াবি একটা মূল্য আছে। কিছু ক্ষেত্রে এটি কর্মসংস্থানের পথ। আর পারলৌকিকভাবে তো আছেই। আরবী বিভাগ ও অ্যালামনাইদের উত্তরোত্তর সফলতা কামনা করি। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের সম্পর্ক আরও নিবিড় করতে হবে। এই সকল অ্যালামনাই এসোসিয়েশনকে বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনের পথ চলার অংশ হতে হবে।
তিনি বলেন, একেবারে পরিষ্কারভাবে বলে দিতে চাই শুধুমাত্র সরকারের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় চালানো যাবে না। সরকারের যদি পূর্ণ সদিচ্ছাও থাকে তবুও আমাদের মতো মাপের একটা বিশ্ববিদ্যালয়কে সরকার সাহায্য করতে পারবে না। যে পরিমাণ চাহিদা রয়েছে তা পুরোদস্তুর সরকারের পক্ষে দেয়া সম্ভব না। যেহেতু আমি কোনো দলীয় ভিসি নই তা স্ট্রেট ফরওয়ার্ড বলছি, যদি আমাকে শিরদাঁড়া নিয়ে দাঁড়াতে হয়, যদি ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াতে হয় তাহলে আমাকে পরিপূর্ণভাবে সরকারি তোষণ বন্ধ করতে হবে।
এ ছাড়াও আরবী বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করে এসোসিয়েট প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। এ সময় অ্যালামনাইদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাবর্ষের ২১জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।