ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

চলে গেলেন মিস্টার বাংলাদেশ নজরুল

স্পোর্টস রিপোর্টার
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, কুস্তি ফেডারেশনের সদস্য ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম (৭০) আর নেই। গতকাল ভোরে রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. রাজিউন)। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বাদ যোহর বংশাল বড় জামে মসজিদে নামাজে জানাযার পর আজিমপুর কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। বেশ ক’দিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলামের। দুদিন ধরে রাজধানীর আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন বডিবিল্ডিং ফেডারেশনের এই সাবেক সাধারণ সম্পাদক। কিন্তু হাসপাতাল থেকে আর বাড়ি ফিরতে পারেননি। নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাবেক সদস্য নুরুল ইসলাম নাইম। নজরুল ইসলাম এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি পড়াশোনা করেন স্কুল জীবনে আরমানিটোলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণি বিদ্যা বিভাগে ভর্তি হন। খেলোয়াড়ী জীবনে বডিবিল্ডিং, কুস্তি ও জুডো চর্চা করেছেন। জাতীয় কুস্তি প্রতিযোগিতায় দুবার রুপা জিতেছেন। জুডোতে ব্রাউন বেল্ট পেয়েছেন। এছাড়া বডিবিল্ডিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সোনা জিতেছেন। পেয়েছেন মিস্টার বাংলাদেশ খেতাব। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের ছাত্র সংসদের সহক্রীড়া সম্পাদক হন একবার। নজরুলের বিদায় বাংলাদেশের শরীরগঠনে শূন্যতা বিরাজ করবে। নজরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ জিম মালিক সমিতি, শরীরগঠন ফেডারেশন, কুস্তি ফেডারেশন, ভারোত্তোলন ফেডারেশন।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status