বিনোদন
সোচ্চার স্বস্তিকা
বিনোদন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না হলেও নানা মন্তব্যের মাধ্যমে আলোচনায় থাকেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিঙ্গবৈষম্য নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, ২০২৫ সালেও কর্মক্ষেত্রে নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনো পুরুষের যদি পদোন্নতি হয়, সেক্ষেত্রে বলা হয় যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয়, অনুচিত পন্থায় বা শরীরের বিনিময়ে, সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। নারীদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বতোভাবে। এদিকে ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘নিখোঁজ’-এর দ্বিতীয় সিরিজে অভিনয় করে আলোচনায় রয়েছেন স্বস্তিকা। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভিন্ন এই চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখানে পুলিশ শুধুই যে অপরাধ দমন করছে, এমন নয়। চরিত্রটার মধ্যে পুলিশ ও মা পাশাপাশি চলছে। মায়ের জেদ আর পুলিশের দক্ষতা দুটোই এই চরিত্র দাবি করে। খানিকটা সত্য আর অনুভূতির রেষারেষি তুলে ধরার চেষ্টা করেছি। পরিচালককে মাঝেমধ্যেই বলতাম, মা কোথাও বেশি হয়ে যাচ্ছে না তো! আজও কোথাও কোথাও ধরে নেয়া হয়, নারী পুলিশ ততটাও দক্ষ নয় যতটা পুরুষ।