বিনোদন
উর্বশীর কাণ্ড
বিনোদন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
সম্প্রতি মুক্তি পায় ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী রাউতেলা ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। এবার এক পার্টিতে হাজির হন উর্বশী। কেক কাটেন নন্দমুরির সঙ্গে। তারপর ‘দাবিডি দিবিডি’ গানে উন্মাতাল নাচতে শুরু করেন দু’জনে। নায়িকার এমন কাণ্ডের ভিডিও নেটমাধ্যমে প্রকাশ হতেই ফের সমালোচনার মুখে পড়েছেন তিনি।