বিনোদন
৫০০ পর্বে ‘মাশরাফি জুনিয়র’
স্টাফ রিপোর্টার
২ আগস্ট ২০২২, মঙ্গলবার
সব বয়স ও শ্রেণিপেশার মানুষের কাছে এখন জনপ্রিয় দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। আজ ‘৫০০তম’ পর্বের মাইলফলক স্পর্শ করে ‘মাশরাফি জুনিয়র’ তার দর্শকদের ভালোবাসা নিয়ে যেতে চায় হাজার কিংবা তারও বেশির পথে। সাজ্জাদ সুমন পরিচালিত নাটকটি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।