অনলাইন
বায়ুদূষণ রোধে ৭ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ৭:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২০ অপরাহ্ন

ঢাকার বায়ুদূষণ রোধে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, ঢাকার বায়ুদূষণ রোধে উচ্চ আদালতের দেয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করে আগামী ২৬শে জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও দুই সিটি করপোরেশনসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে। রোববার সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সম্পূরক আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। পরে মনজিল মোরসেদ বলেন, আদালতের নির্দেশনা থাকার পরেও অতি সামান্য ব্যবস্থা গ্রহণ করা ও অধিকাংশ নির্দেশনা পালন না করায় সম্পূরক আবেদনটি করা হয়।
২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ গ্রহণ করায় ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমে। পরবর্তী সময়ে নির্দেশনাগুলোর সঠিক বাস্তবায়ন না হওয়ায় ঢাকা শহর আবারো বায়ুদূষণের শীর্ষ শহর হিসেবে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তিনি বলেন, এ অবস্থায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন চেয়ে সম্পূরক আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আদালত আগামী সাতদিনের মধ্যে ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করে ২৬শে জানুয়ারি আদালতে প্রতিবেদন দিতেও নির্দেশ দেয়া হয়েছে।
২০২০ সালের ১৩ই জানুয়ারি হাইকোর্ট এক আদেশে বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা দেন। নির্দেশনাগুলো হলো- ঢাকা শহরে মাটি-বালু-বর্জ্য পরিবহন করা ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা, নির্মাণাধীন এলাকায় মাটি-বালু-সিমেন্ট-পাথর-নির্মাণসামগ্রী ঢেকে রাখা, সড়কে সিটি করপোরেশনের পানি ছিটানো, সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল বন্ধ করা।
সম্প্রতি ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সম্পূরক আবেদন করে। এর আগে ঢাকার বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালে এইচআরপিবি হাইকোর্টে একটি রিট করে। এর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৮শে জানুয়ারি হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তী নির্দেশনা দেন। এর ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৬শে নভেম্বর এক আদেশে হাইকোর্ট ঢাকা শহর ও আশপাশের এলাকায় বায়ুদূষণ ও দূষণ কার্যক্রম রোধে অভিন্ন নীতিমালা প্রণয়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে নির্দেশ দেন।