ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

খেলা

‘প্রেরণাদাতা ও যোদ্ধা’, বিদায়বেলায় তামিমকে নিয়ে বিসিবি

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৪ অপরাহ্ন

mzamin

আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের তামিম ইকবাল অধ্যায়। দুদিন আগেও চ্যাম্পিয়নস ট্রফিতে তার দলে থাকা না থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছিল। নির্বাচকরা দেখা করে ফেরা নিয়ে আলোচনাও করেন তামিমের সঙ্গে, দলে ফিরতে অনুরোধ করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে নিজের মনের কথা শুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তামিম। বিদায় বেলায় জাতীয় দলের এই সাবেক অধিনায়ককে ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ আখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার রাতে অবসরের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক পেজে তামিম লিখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’

এরপর বিসিবির ফেসবুক পেজের কাভার ফটোতে তামিম ইকবালের ছবি পোস্ট করে। ক্যাপশনে বিসিবি লিখেছে– ‘নতুন প্রজন্মের প্রেরণাদাতা তামিম ইকবালকে ধন্যবাদ, একটি যুগের পরিসমাপ্তি।’

এরপর আরেকটি পোস্টে বিসিবি লেখে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসর ঘোষণায় অসাধারণ একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল। আইকনিক সেঞ্চুরি থেকে অগণিত অবিস্মরণীয় স্মৃতি, ক্রিকেটভক্তদের মনে তোমার লিগেসি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। আমাদের আস্থা তৈরির পাশাপাশি কীভাবে কঠিন পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধ করতে হয় তা দেখানোয় তোমাকে ধন্যবাদ। স্বপ্ন পূরণে সাহস, আশা জোগানো এবং নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা দেওয়ায় কৃতজ্ঞতা!’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তামিম ইকবালের। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ ম্যাচ ও ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান তার। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৯৪ ফিফটি ও ২৫টি সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ওপেনার।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status