ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

খেলা

যত রেকর্ড নিয়ে ইতি টানলেন তামিম

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ২:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২০ অপরাহ্ন

mzamin

বেশ অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তামিম ইকবাল খান। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলে তামিম ইকবালকে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নির্বাচকরাও চাচ্ছিলো দেশসেরা এই ওপেনারকে দলে ফেরাতে। মাঝে পাকিস্তান কিংবদন্তি শহিদ আফ্রিদির ভিডিওতে তামিমকে বলতে শোনা যায় আন্তর্জাতিক ক্রিকেটটা আর খেলছেন না। সেই থেকে জোর গুঞ্জন ওঠে তামিমের অবসর প্রসঙ্গে। তবে এবার আনুষ্ঠানিকভাবেই জানালেন, জাতীয় দলের জার্সিটা তুলে রাখছেন। বেশ অনেকগুলো রেকর্ড ঝুলিতে নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন খান সাহেব।

তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ এবং ১৫২৪৯ রান দিয়ে শেষ হলো তামিমের আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা। যা কিনা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ১৫৩০০ রানে সবার ওপরে রয়েছেন দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৮৭টি ওয়ানডে খেলেছেন তামিম। করেছেন ২৮৫৩ রান। একদিনের ক্রিকেটে এই ভেন্যুতে তার চেয়ে বেশি রান নেই আর কোনো ক্রিকেটারের। তার পরের দুজনও টাইগার ক্রিকেটার, মুশফিকুর রহীম (২৬৮৪) ও সাকিব আল হাসান (২৬৫৬)। টেস্টে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ডেও ভাগ রয়েছে তামিমের। ২০১৫ -তে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েসের সঙ্গে গড়েন এই বিশ্বরেকর্ড। সেবার দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের জুটি গড়েন দুই টাইগার ওপেনার। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ ৮৩৫৭ রানের কীর্তিও ডানহাতি এই ব্যাটারের। একদিনের ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ ১৪ সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে লাল-সবুজের প্রতিনিধি হিসাবে সর্বোচ্চ ২৫ সেঞ্চুরিও তার দখলে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান এই বাংলাদেশি ওপেনার। তার আগে কিংবা পরে আর কোনো টাইগার ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কৃতিত্ব নেই। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১১৯বার ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন তামিম। টেস্ট (৪১) ও ওয়ানডেতে (৭০) এককভাবেও তার থেকে বেশি ৫০ ছাড়ানো ইনিংস খেলতে পারেনি দেশের আর কোনো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও তামিমের। ২০০৮ -এ আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির করার দিন তার বয়স ছিল ১৯ বছর ২ দিন। ২০১৪-১৫ মৌসুমে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি পান তামিম। এই রেকর্ড নেই বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের। তিন সংস্করণের ক্রিকেটেই সেঞ্চুরি পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনিই। ২০১০ -এ টেস্টে টানা ৫ ইনিংসে ৫০ ছোঁয়া ইনিংস খেলেন তামিম ইকবাল। এটাও রেকর্ড। টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিও তামিমের। ২০১৫ -তে খুলনায় পাকিস্তানের বিপক্ষে করেন এই রেকর্ড। টাইগারদের হয়ে টেস্টে সর্বোচ্চ ৪১ ছক্কাও এসেছে তামিমের ব্যাট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭৬০ চারে গড়েছেন বাংলাদেশের হয়ে সবথেকে বেশি চারের রেকর্ড। এত পাওয়ার মধ্যে একটি অস্বস্তিকর রেকর্ডও তার ঝুলিতে রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে তামিমের (৩৬) চেয়ে বেশিবার ডাক মেরে আউট হননি আর কেউ।
এর আগে ২০২৩ -এর জুলাইয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত জানান তামিম ইকবাল। একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তিনি। দলে ফিরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার খেলেন তামিম। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status