বিশ্বজমিন
পর্নো তারকাকে ঘুষ প্রদানের মামলায় ‘নিঃশর্ত মুক্তি’ পেলেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন
![mzamin](uploads/news/main/143602_IMG-20250111-WA0012.jpg)
পর্নো তারকা ড্যানিয়েল স্টর্মিকে গোপনে ঘুষ দেয়ার মামলায় হোয়াইট হাউসে থাকাকালীন দোষী সাব্যস্ত হয়েছেন ডনাল্ড ট্রাম্প। তবে তাকে কোনো সাজা ভোগ করতে হচ্ছে না। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুবাদে চার বছরের কারাদণ্ড থেকে বেঁচে গেলেন তিনি। ওই পর্নো তরকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগে তার বিরুদ্ধে শুক্রবার রায় দিয়েছেন আদালত। এতে তাকে ‘নিঃশর্ত মুক্তি’ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, আদালতের রায়ের অর্থ হচ্ছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ঘুষ প্রদানের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে এ কারণে তাকে কোনো জেল বা জরিমানা ভোগ করতে হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার শাস্তি থেকে বেঁচে গেলেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। মূলত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিনি দায়মুক্তি পেয়েছেন। এর আগে ব্যবসায় জালিয়াতের মামলায় তাকে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। প্রেসিডেন্ট নির্বাচিত না হলে এই মামলাতেও তাকে জেলে যেতে হতো। শেষ পর্যন্ত সেসব অভিযোগ থেকেও রেহাই পেয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী চার বছর কারাদণ্ড ভোগ করতে হতো তাকে। তবে বাস্তবতা হচ্ছে ট্রাম্প এখন আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। শুক্রবার আদালতে সশরীরে উপস্থিত হননি ট্রাম্প। তাকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হয়েছে। কেননা তিনি জানতেন আদালত তাকে জেলে পাঠাতে পারবে না। রায় ঘোষণা করেছেন নিউ ইয়র্ক আদালতের বিচারক জুয়ান মার্চান। মূলত এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ‘নিঃশর্ত মুক্তিই’ একমাত্র সমাধান। অন্যথায় ট্রাম্পকে কারাদণ্ড ভোগ করতেই হতো। মার্চান বলেছেন, এবারই প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে নিউ ইয়র্কের আদালত। এর আগে কখনও এমন পরিস্থিতির শিকার হননি তিনি। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদ হচ্ছে প্রেসিডেন্টের পদ। এই পদকে সুরক্ষিত রাখার ফলে বিচারককে প্রেসিডেন্টকে ‘নিঃশর্ত মুক্তি’ দেয়া ছাড়া কোনো উপায় নেই বলে জানিয়েছেন মার্চান। তবে এই রায়কে এড়িয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করলেও ট্রাম্প সফল হননি।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
![Bangladesh Army](advert/static/advert-img/hmd.webp)