ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

(৩ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৮:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২০ অপরাহ্ন

mzamin

বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গত ৫ই ডিসেম্বর একটি অনুষ্ঠানে তাদের এ সাক্ষৎ হয়। দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তার ভিডিও ধারণ করা হয়েছে।  আনোয়ারুজ্জামান চৌধুরী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। এ খবর দিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম গাইডও ফোকস। গাইডও ফোকস তাদের ওয়েবসাইটেও দুজনের মধ্যে কপোকথনের একটি ভিডিও আপলোড করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হাসিনার শাসনের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসা আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশে একাধিক হত্যা মামলার আসামি। আনোয়ারুজ্জামান শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র। স্টারমারের সঙ্গে দেখা করার পরই  ৮ই ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লন্ডনে হাসিনা-সমর্থিত সমাবেশ করেছিলেন। আনোয়ারুজ্জামান বৃটেনের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও ঘনিষ্ঠ। একাধিকবার সেসব ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ২০১৫ সালের নির্বাচনের পরপরই শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত একটি সমাবেশে টিউলিপ সিদ্দিক দলটির সদস্যদের উদ্দেশে উল্লাস প্রকাশ করতে গিয়ে বাংলায় বলেছিলেন, ‘আপনারা সাহায্য না করলে আমি কখনই বৃটিশ এমপি হিসেবে দাঁড়াতে পারতাম না’।

২০১৭ সালের নির্বাচনে বিজয়ী বক্তৃতায় টিউলিপ আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তাকে ‘আনোয়ার মামা’ বলে সম্বোধন করেছিলেন।

মন্ত্রী, মানবিষয়ক স্বাধীন উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছেন, যা ডাউনিং স্ট্রিট ব্রিফ করেছে। আওয়ামী লীগের সঙ্গে বৃটিশ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তদন্তের বিষয়ে স্টারমারের চূড়ান্ত রায় প্রশ্নবিদ্ধ হয়। উপদেষ্টা পরামর্শ দেন, সিদ্দিকের উপর যেকোনো নিষেধাজ্ঞা বা পদক্ষেপ তার নিজের সিদ্ধান্ত। এদিকে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অন্যায় কাজের অভিযোগ অস্বীকার করে একাধিক বিবৃতিও দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে স্টারমারের ব্যক্তিগত সম্পর্ক দ্রুতই উন্মোচিত হচ্ছ।

পাঠকের মতামত

বৃটিশদের গনতন্ত্রের ভাটা ধরেছে???

আবদুল নাইম
১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ৮:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশের ইস্যূ নিয়ে বৃটিশরা পরোয়া করে না।

ও্ব
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৩:৩৪ অপরাহ্ন

এব্যপারে অন্তর্বতী সরকারের পদক্ষেপ দেওয়া উচিৎ।

Abdul hannan
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ২:২৬ অপরাহ্ন

হত্যা মামলার আসামীর সাথে সাক্ষাত কোনও সভ্য দেশের প্রধানমন্ত্রী করতে পারে না।

ইতরস্য ইতর
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:৫৬ অপরাহ্ন

মানবতাবিরোধী ও হত্যা মামলার পলাতক আসামীর সঙ্গে বৃটিশ পিএম সাক্ষাত দিলেন? এটা উনি কোন বিবেচনায় করলেন? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তৈমুর
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:৩১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status