দেশ বিদেশ
জোটে ছিলাম, জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলাম না: নজরুল
স্টাফ রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবারজামায়াতের সঙ্গে কোনো দূরত্ব নেই জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, জামায়াতের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম না, আমরা জোটে ছিলাম। শুক্রবার রাজধানীর গুলশানে চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি’র পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপল্স পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম না, আমরা জোটে ছিলাম। যুগপতে আমাদের আর জামায়াতের সব কর্মসূচি একরকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিলেন। আমরা আশা করবো, আগামীদিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দূরত্বের কিছু নেই। তারাও (জামায়াত) গণতন্ত্র ও নির্বাচন চায়। তারা মানুষের অধিকারের কথা বলেন, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলেন যে, তারা শুধু দেশপ্রেমিক- তাহলে আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো যে ভাই, কথাটা ঠিক না। আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আশা করবো, এ রকম কথা কেউ না বলুক।
নজরুল ইসলাম বলেন, বৈঠকে দেশের বিদ্যমান রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ নিয়েও আমরা আলোচনা করেছি। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়েও বিশেষভাবে আমরা আলোচনা করেছি। যে গণতন্ত্রের জন্য বিএনপি এবং জোটসহ দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং আহত হয়েছে। এখনো আমাদের অনেক নেতাকর্মী মামলা ও হামলার স্বীকার হয়ে আছেন।
এ সময় ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হবে। বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে।