অনলাইন
মাইনাস টু’র আশা পূরণ হবে না: খসরু
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন
মাইনাস টু’র আশা জীবনে পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে গত দেড় দশকে শেখ হাসিনার সরকারের প্রতিবন্ধকতার কারণে যুক্তরাষ্ট্র বিএনপিসহ অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী যারা দেশে ফিরেছেন, নিউ ইয়র্ক স্টেট বিএনপি’র সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হুমায়ুন কবীর, রানা চৌধুরী, শাহিন আব্দুল্লাহ, কাউসার আলম প্রমুখকে নিয়ে শেরে বাংলা নগরের জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন খসরু।
আমীর খসরু বলেন, বিরাজনীতিকরণ বা মাইনাস টু এটা কেউ যদি মনে মনে এরকম মনগড়া কথা বলে, এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সেখানে দাঁড়িয়ে আছে, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, তাদের অপেক্ষায় থাকবে। এখানে মাইনাস টু’র কথা যারা বলে তারা উইস ফল থিংকিং, আশা আর কি, ওই আশা জীবনে পূরণ হবে না। ওটা এরশাদ পারে নাই, ওইটা ১/১১-তে পারে নাই। আর এখন তো আজকে বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল, একে নিশ্চিহ্ন করা যাবে না।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য প্রথম কাজ হচ্ছে- নির্বাচন, নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা পূরণ হবে।
খসরু বলেন, গত ১৬ বছর এই লোকগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধী, মানবতাবিরোধী, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউজের সামনে, তারা ক্যাপিটাল হিলের সামনে, তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তার সম্মুখীন হয়েছেন, তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে সেøাগান দিয়েছেন। এদের বিরুদ্ধে এবং তাদের আত্মীয়-স্বজনের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে ও নির্যাতন করেছে। এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছে, সন্তান-সন্ততি হারিয়েছে। এই লোকগুলোকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।